বাসস বিদেশ-৭ : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে শীর্ষ জঙ্গি কমান্ডার ও তার সহযোগী নিহত

122

বাসস বিদেশ-৭
কাশ্মীর-বন্দুকযুদ্ধ
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে শীর্ষ জঙ্গি কমান্ডার ও তার সহযোগী নিহত
শ্রীনগর (ভারত শাসিত কাশ্মীর), ২৮ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারত শাসিত কাশ্মীরে বুধবার ভয়াবহ বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার এক শীর্ষ কমান্ডার ও তার সহযোগী নিহত হয়েছে। এতে তিন সৈন্য আহত হয়। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীস্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে বুদগাম জেলার চত্তারগাম গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়।
এক পুলিশ কর্মকর্তা সিনহুয়াকে বলেন, ‘আজ এখানে এক বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সেখানে এসব জঙ্গির সাথে বন্দুকযুদ্ধে তিন সৈন্যও আহত হয়েছে।’
শ্রীনগরের পুলিশ মুখপাত্র জানান, নিহত জঙ্গিদের পরিচয় জানা গেছে। পুলিশ সূত্র জানায়, নিহত এ দুই জঙ্গির একজন হচ্ছে কমান্ডার নাভিড জাত।
বাসস/এমএজেড/১৬০৫/জুনা