বাসস দেশ-৮ : সাবেক মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর

125

বাসস দেশ-৮
আনিসুল-মৃত্যুবার্ষিকী
সাবেক মেয়র আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর
ঢাকা, ২৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র (এফবিসিসিআই) সাবেক সভাপতি আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৩০ নভেম্বর।
এ উপলক্ষে এফবিসিসিআই-এর পক্ষ থেকে ফেডারেশনের মিলনায়তনে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আনিসুল হক ২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সে মারা যান।
এফবিসিসিআই ও বিজিএমইএর সাবেক সভাপতি, ব্যবসায়ী ও একসময়কার টেলিভিশন ব্যক্তিত্ব আনিসুল হক ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি ১৯৫২ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্মগ্রহণ করেন।
আশি ও নব্বইয়ের দশকে টিভি উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন আনিসুল হক। তার উপস্থাপনায় ‘আনন্দমেলা’ ও ‘অন্তরালে’ অনুষ্ঠান দুটি জনপ্রিয়তা পায়।
২০০৫-০৬ সালে বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালনের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হন তিনি। ২০১০ থেকে ২০১২ সাল মেয়াদে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বও পালন করেন আনিসুল হক।
বাসস/সবি/এমএন/১৫৫৫/এমএবি