বাসস দেশ-৭ : ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র দাখিল

132

বাসস দেশ-৭
এরশাদ-মনোনয়নপত্র-দাখিল
ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র দাখিল
ঢাকা, ২৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বেলা সোয়া ১টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়ন পত্র দাখিল করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী।
এরআগে দুপুর ১২টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর-৩ আসনে হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙা।
এদিকে ময়মনিসংহ-৪ ও ৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।
লালমনিরহাট-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।
বাসস/সবি/এমএন/১৫১৫/কেকে