জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রে ব্যবহারের জন্য গাড়ির চাবি হস্তান্তর

327

ঢাকা, ২৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রে ব্যবহারের জন্য মাইক্রোবাসের চাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ আজ এক অনুষ্ঠানের মাধ্যমে পরিবহন পুল কর্তৃক ক্রয়কৃত ৬টি মাইক্রোবাসের চাবি সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের হাতে তুলে দেন। উপাচার্যের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলি আঞ্চলিক কেন্দ্র পূর্ণ অবয়বে স্থায়ী ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা হবে, যাতে সেবাগ্রহীতারা স্ব স্ব আঞ্চলিক কেন্দ্র থেকেই সেবা গ্রহণ করতে পারেন এবং কাউকে আর সেবা গ্রহণের জন্য গাজীপুর ক্যাম্পাসে আসতে না হয়।”
সভায় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, ডিন, রেজিস্ট্রার, ৬টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকবৃন্দ, পরিচালক (পরিবহন) ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।