বাসস দেশ-২ : ঢাবি ক্যাম্পাসে মশা নিধন

165

বাসস দেশ-২
মশা-নিধন-ব্যবস্থা
ঢাবি ক্যাম্পাসে মশা নিধন
ঢাকা, ২৮ নভেম্বর, ২০১৮ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব জায়গায় মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এজন্য বিশ্ববিদ্যালয়ের সকল হলে নিজ উদ্যোগে ফগার মেশিন কেনা এবং কীটনাশক ঔষধ ছিটানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সিটি কর্পোরেশনের সহায়তায় ক্যাম্পাসে মশা নিধনের কার্যক্রম শুরু করেছে। ক্যাম্পাসকে মশামুক্ত করার জন্য নিজ নিজ আবাসস্থল ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বাসস/সবি/এমএন/১৩১০/এমএবি