বাসস বিদেশ-৪ : ইয়েমেন প্রস্তাব বিষয়ে জাতিসংঘকে অপেক্ষা করার আহবান যুক্তরাষ্ট্রের

170

বাসস বিদেশ-৪
ইয়েমেন-সংঘাত-জাতিসংঘ-যুক্তরাষ্ট্র
ইয়েমেন প্রস্তাব বিষয়ে জাতিসংঘকে অপেক্ষা করার আহবান যুক্তরাষ্ট্রের
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ২৮ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইয়েমেনে অস্ত্র বিরতির দাবি জানিয়ে দেয়া খসড়া প্রস্তাব ডিসেম্বরের গোড়ার দিকে সুইডেনে অনুষ্ঠেয় শান্তি আলোচনা পর্যন্ত ধরে রাখার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পরামর্শ দিয়েছে। খবর এএফপি’র।
ব্রিটেন গত সপ্তাহে এ প্রস্তাব উপস্থাপনের পর জাতিসংঘ ইয়েমেন যুদ্ধের অবসানে আলোচনা অনুষ্ঠানে তাদের কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।
জাতিসংঘ কূটনীতিকরা জানান, শান্তি আলোচনার জন্য সৌদি সমর্থিত সরকার ও হুতি বিদ্রোহীদের সুইডেনে আনার আশা করছেন জাতিসংঘ দূত মার্টিন গ্রিফিথস। তাদের মধ্যে এ আলোচনা ৩ ডিসেম্বর শুরু হতে পারে।
এএফপি’র হাতে আসা এক ই-মেইল বার্তায় বলা হয়, ব্রিটেনের এ খসড়া প্রস্তাবের ওপর জাতিসংঘে আলোচনা চলাকালে সংস্থাটিতে নিযুক্ত মার্কিন মিশন জানায়, ‘এ বিষয়ে স্টকহোমে আসন্ন আলোচনার ফলাফল আমলে নেয়া গুরুত্বপূর্ণ হবে। স্টকহোমে অনুষ্ঠেয় বৈঠকে ইয়েমেনের রাজনৈতিক প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হবে।
বাসস/এমএজেড/১২৪৫/এমএবি