বাসস ক্রীড়া-৯ : ৩৬ বছর পর ইমরানের পাশে নাম লিখলেন ইয়াসির

312

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-দুবাই টেস্ট
৩৬ বছর পর ইমরানের পাশে নাম লিখলেন ইয়াসির
দুবাই, ২৭ নভেম্বর ২০১৮ (বাসস) : দুবাই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪ উইকেট শিকার করেছেন পাকিস্তানের ডান-হাতি লেগ স্পিনার ইয়াসির শাহ। যার মাধ্যমে টেস্ট ক্রিকেটে এক ম্যাচে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারে সাবেক অধিনায়ক ইমরান খানের পাশে বসলেন তিনি। ৩৬ বছর আগে পাকিস্তানের পক্ষে ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছিলেন ইমরান। ১৯৮২ সালে লাহোরে শ্রীলংকার বিপক্ষে ১৪ উইকেট শিকার করেছিলেন তিনি।
ইমরানের সমান ১৪ উইকেট শিকার করলেও বল হাতে বেশি রান দেয়ায় পাকিস্তানের হয়ে ম্যাচে সেরা বোলিং ফিগারে শীর্ষে উঠতে পারলেন না ইয়াসির। কারণ ১৯৮২ সালে লাহোরে শ্রীংকার বিপক্ষে ৫২ দশমিক ২ ওভারে ১১৬ রানে ১৪ উইকেট নেন ইমরান। নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাইয়ে ৫৭ দশমিক ২ ওভারে ১৮৪ রানে ১৪ উইকেট নেন ইয়াসির।
টেস্টে এক ম্যাচে পাকিস্তানের পক্ষে সেরা বোলিং ফিগার (শীর্ষ পাঁচ বোলার) :
খেলোয়াড় ওভার মেডেন রান উইকেট প্রতিপক্ষ ভেন্যু সাল
ইমরান খান ৫২.২ ১১ ১১৬ ১৪ শ্রীলংকা লাহোর ১৯৮২
ইয়াসির শাহ ৫৭.২ ১০ ১৮৪ ১৪ নিউজিল্যান্ড দুবাই ২০১৮
আব্দুল কাদির ৭৩.০ ২৭ ১০১ ১৩ ইংল্যান্ড লাহোর ১৯৮৭
ফজলে মাহমুদ ৭৫.০ ২৮ ১১৪ ১৩ অস্ট্রেলিয়া করাচি ১৯৫৬
ওয়াকার ইউনিস ৫৬.০ ১৫ ১৩৫ ১৩ জিম্বাবুয়ে করাচি ১৯৯৩
বাসস/এএমটি/১৯০৫/মোজা/স্বব