বাসস দেশ-১১ : ইথিওপিয়াতে বাংলাদেশ দূতাবাসে ‘ইমেজ অব বাংলাদেশ’ শীর্ষক উৎসব

106

বাসস দেশ-১১
ইথিওপিয়া- ইমেজ অব বাংলাদেশ
ইথিওপিয়াতে বাংলাদেশ দূতাবাসে ‘ইমেজ অব বাংলাদেশ’ শীর্ষক উৎসব
ঢাকা, ২৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : ইথিওপিয়াতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিনির্মাণে উন্নয়ন কর্মকান্ডসহ অর্জনসমূহ তুলে ধরতে ‘ইমেজ অব বাংলাদেশ’ শীর্ষক উৎসব পালন করা হয়েছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে বাংলাদেশ দূতাবাস গত ২৩ নভেম্বর দেশটির স্থানীয় একটি হোটেলে এই উৎসব পালন করে।
বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও অর্জনসমূহ প্রদর্শন, জাতীয় স্বার্থ সংরক্ষণ, স্বদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১৩ সদস্য বিশিষ্ট একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল ইথিওপিয়া সফর করে।
উৎসবে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম্ব্যাসেডর মার্কোস টেকলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রায় ৫০টি দেশের দূতাবাস প্রধান এবং তাদের পরিবার, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং আফ্রিকান ইউনিয়ন, জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ইথিওপিয়ায় বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উৎসবে অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এমএআর/১৭৪০/এএএ