বায়তুল মুকাররম মসজিদ চত্বরে চলছে বইমেলা

289

ঢাকা, ২৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪০ হিজরি উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্ত্বরে ইসলামী বইমেলা শুরু হয়েছে।
গত ২০ নভেম্বর ধর্ম সচিব মো. আনিছুর রহমান এই মেলার উদ্বোধন করেন।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। এবারের মেলায় ৬০ টি স্টল অংশগ্রহণ করেছে।
মাসব্যাপী এ মেলা শেষ হবে আগামী ১৯ ডিসেম্বর। মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাচ্ছে।
এছাড়া মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলের সকল বই ৩০ শতাংশ কমিশনে বিক্রয় করা হচ্ছে।