বাসস ক্রীড়া-৫ : প্রথমবারের মত সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্ট

115

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-বক্সিং ডে টেস্ট
প্রথমবারের মত সেঞ্চুরিয়নে বক্সিং-ডে টেস্ট
কেপটাউন, ২৭ নভেম্বর ২০১৮ (বাসস) : প্রথমবারের মত বক্সিং-ডে ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ভেন্যু সেঞ্চুরিয়ান। আগামী মাসেই দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।
২৬ ডিসেম্বর বক্সিং-ডে’তে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে। এখানে আগে কখনো বক্সিং-ডে’র ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাই পাকিস্তানের বিপক্ষে বক্সিং-ডে ম্যাচ দিয়ে ইতিহাসের পাতায় নাম তুলতে যাচ্ছে সেঞ্চুরিয়ন।
এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকস ফল বলেন, ‘বক্সিং-ডে টেস্ট আমাদের জন্য একটি বড় ইভেন্ট এবং ঐ ম্যাচটির জন্য এক মাস ধরে আমরা উন্মুখ হয়ে আছি। ঐতিহ্যগতভাবে এই ম্যাচটি দিয়ে সেঞ্চুরিয়নে নতুন মাত্রা যোগ হবে এবং এটি ইতিহাসের পাতায় জায়গা করে নিবে। আমরা পাকিস্তানকে চমৎকার প্রতিপক্ষ হিসেবে পেয়েছি।’
২৬ ডিসেম্বর শুরু হয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ১৫ জানুয়ারি। এরপর ১৯ জানুয়ারি থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। যা শেষ হবে ৩০ জানুয়ারি।
পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট-ওয়ানডে সিরিজের সূচি :
তারিখ ম্যাচ ভেন্যু
২৬-৩০ ডিসেম্বর ২০১৮ প্রথম টেস্ট সেঞ্চুরিয়ন
৩-৭ জানুয়ারি ২০১৯ দ্বিতীয় টেস্ট কেপ টাউন
১১-১৫ জানুয়ারি ২০১৯ তৃতীয় টেস্ট জোহানেসবার্গ
১৯ জানুয়ারি ২০১৯ প্রথম ওয়ানডে পোর্ট এলিজাবেথ
২২ জানুয়ারি ২০১৯ দ্বিতীয় ওয়ানডে ডারবান
২৫ জানুয়ারি ২০১৯ তৃতীয় ওয়ানডে সেঞ্চুরিয়ন
২৭ জানুয়ারি ২০১৯ চতুর্থ ওয়ানডে জোহানেসবার্গ
৩০ জানুয়ারি ২০১৯ পঞ্চম ওয়ানডে কেপ টাউন
বাসস/এএমটি/১৬৩০/মোজা/স্বব