বাসস বিদেশ-২ : ব্রেক্সিট যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ক্ষতি করতে পারে : ট্রাম্প

328

বাসস বিদেশ-২
ব্রিটেন-ইইউ-ব্রেক্সিট
ব্রেক্সিট যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ক্ষতি করতে পারে : ট্রাম্প
ওয়াশিংটন, ২৭ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার চুক্তিটি লন্ডন ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যকে অনাকাক্সিক্ষতভাবে ক্ষতি করতে পারে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি মনে করা হচ্ছে।’ এরআগে তিনি বলেছিলেন যে ‘যুক্তরাজ্যকে বাণিজ্যের সুযোগ দেয়া হবে কি হবে না সে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি।’
তিনি বলেন, ‘আপনারা জানেন এ চুক্তি যেভাবে করা হয়েছে সে অনুযায়ী তারা আমাদের সাথে বাণিজ্যের সুযোগ পেতে নাও পারে। আর এটা কোন ভাল চিন্তা হবে না।’
‘আমি মনে করি না তারা মোটেই এটা চায়। এ চুক্তির জন্য এটি হবে অনেক বড় নেতিবাচক দিক।’
তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তেরেসা মে এ ব্যাপারে কিছু করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অন্য ২৭টি রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে ব্রেক্সিট প্রস্তুতি থেকে সরে আসতে ব্রাসেলস’র সাথে ১৭ মাসের বেদনাদায়ক আলোচনা ব্রিটেনের নেতা রোববার সমাপ্তি ঘোষণা করেন।
এদিকে পার্লামেন্টে এ চুক্তির অনুমোদন পেতে মে কঠিন পরীক্ষার মুখে পড়েছেন।
বাসস/এমএজেড/১২১০/এমএবি