বাসস দেশ-২৭ : সাদমান শহীদ পেলেন ইমার্জিং ফটোগ্রাফার ফান্ড ২০১৮ অ্যাওয়ার্ড

642

বাসস দেশ-২৭
সাদমান-অ্যাওয়ার্ড
সাদমান শহীদ পেলেন ইমার্জিং ফটোগ্রাফার ফান্ড ২০১৮ অ্যাওয়ার্ড
ঢাকা, ২৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের উদীয়মান তরুন ফটোগ্রাফার সাদমান শহীদ খ্যাতনামা বার্ন ম্যাগাজিনের দেয়া ইমার্জিং ফটোগ্রাফার ফান্ড ২০১৮ অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন। সারাবিশ্বের বাছাই করা ১১ জনের তালিকায় তিনি স্থান পেয়েছেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার শহীদের একমাত্র পুত্র সাদমান বর্তমানে নেদারল্যান্ডে উচ্চ শিক্ষা গ্রহন করছেন। তিনিই একমাত্র বাংলাদেশী এই অ্যাওয়ার্ড বিজয়ী হন। শাহরিয়ার শহীদ গত ১৭ নভেম্বর ইন্তেকাল করেন। উদীয়মান তরুণ ফটোগ্রাফারদের জন্য ২০০৮ সালের ডিসেম্বর বার্ন জার্নালের যাত্রা শুরু হয় এবং ম্যাগনাম ফটোগ্রাফার ড্যাভিড অ্যালান হারভে এটির নির্বাচক।
সাদমান এর আগে ফটোগ্রাফিতে তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসাবে কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। এর মধ্যে একটি হচ্ছে ওয়াল্ড প্রেস ফটো ফাউন্ডেশন (ডব্লিউপিপিএফ)-এর ‘জুপ সোয়ার্ট মাস্টারক্লাস’ অ্যাওয়ার্ড।
বাসস/এআর/অমি/২০০৫/আরজি