বাসস বিদেশ-৮ : ইরানে শক্তিশালী ভূমিকম্পে ৭ শতাধিক লোক আহত

203

বাসস বিদেশ-৮
ইরান- ভূমিকম্প
ইরানে শক্তিশালী ভূমিকম্পে ৭ শতাধিক লোক আহত
তেহরান, ২৬ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ইরানের পশ্চিমাঞ্চলীয় ইরাক সীমান্তে ৬.৪ মাত্রার ভূমিকম্পে সাত শতাধিক লোক আহত হয়েছেন। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভশনের খবরে সর্বশেষ এ সংখ্যা তুলে ধরা হয়। খবর এএফপি’র।
দেশটির ভূতত্ত্ব ইনস্টিটিউট-এর তথ্যানুযায়ী, ভূমিকম্পটি রোববার রাতে কেরমানকাশ প্রদেশে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল সারপোল-ই যাহাব নগরীর ১১ মাইল দক্ষিণ-পশ্চিমে।
এক জরুরি সার্ভিসের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ৭১৬ জন লোক আহত হয়েছে। তবে এতে নিহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
রাষ্ট্রীয় টেলিভিশনে সোমবারের খবরে, কয়েকটি বাড়ির ভেতরের দেয়ালে ফাটল ধরতে দেখা গেছে। তবে এসব স্থানে ৩৩ জন আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৭ কিলোমিটার গভীরে। পরবর্তিতে ৫ দশমিক ২ মাত্রার একটি কম্পনসহ বেশ কয়েকটি ছোট কম্পন অনুভূত হয়।
মুরতেজা সালিমি নামে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এক কর্মকর্তা জানান, রোববারের ভূমিকম্পে প্রাথমিক আতংকে ছত্রভঙ্গ হয়ে পড়ায় বেশ কিছু সংখ্যক আহত হন।
এএফপি’র সাংবাদিকরা জানিয়েছে, ভূমিকম্পটি বাগদাদ থেকে দূরবর্তী প্রতিবেশী ইরাকে অনুভূত হয়।
আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ-কে সালিমি বলেন, রোববারের এ ভূমিকম্পে গত নভেম্বরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ পুনর্গঠিত এলাকায় কম্পন অনুভূত হয়। ৭ দশমিক ৩ ম্যাগনিচুয়েট মাত্রার ঐ ভূমিকম্পে ৬২০ জনের মৃত্যু ও বহুসংখ্যক ক্ষতিগ্রস্ত হয়।
বাসস/ অনু- জেজেড/১৯১০/জেজেড/কেএমকে