বাসস দেশ-১৭ : গণফোরাম ১১৩টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে

205

বাসস দেশ-১৭
গণফোরাম- সংবাদ সম্মেলন
গণফোরাম ১১৩টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে
ঢাকা, ২৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : গণফোরাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৩টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। দু’এক দিনের মধ্যেই তাদের নাম ঘোষণা করা হবে।
আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণ ফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি বলেন, সাড়ে তিনশ’ মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল। এরমধ্যে প্রথমে ১৪০ জনের নাম খসড়া তালিকা করা হয়। এরমধ্য থেকে ১১৩ জনের নাম চূড়ান্ত করা হয়।
লঞ্চিং গণফোরাম-লিড ‘পাবলিক পলিসি’ ইনিশিয়েটিভ শীর্ষক সংবাদ সম্মেলনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণফোরাম।
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা নেই। বুধবারের মধ্যেই আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। রাজনীতিতে ভাষার ব্যবহারে আরও সংযত হওয়া দরকার উল্লেখ করে তিনি বলেন, নেতিবাচক-উসকানিমূলক ভাষা পরিহার করার জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহবান জানান।
বাসস/এএসজি/এমএআর/১৮৫০/অমি