আফগানিস্তানে তালেবানের অতর্কিত হামলায় ১৮ পুলিশ নিহত

304

ফারাহ, ২৬ নভেম্বর, ২০১৮ (বাসস): আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে তালেবান জঙ্গিরা পুলিশ কনভয়ের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ১৮ পুলিশ প্রাণ হারায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে জানায়, জুয়ান জেলায় রোববার সন্ধ্যায় জঙ্গিরা কনভয় লক্ষ্য করে এই হামলা চালায়। এতে ১৮ পুলিশ নিহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।
এসময় উভয়পক্ষে বন্দুক যুদ্ধ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ নিখোঁজ এবং জঙ্গিরাও হতাহত হয়। তবে তাদের হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি। কারণ, বন্দুকযুদ্ধের পর তালেবানরা হতাহতদের সরিয়ে নেয়।
সূত্র জানিয়েছে, জুয়ানের জন্যে নতুন নিয়োগ পাওয়া জেলা পুলিশ প্রধানও এ হামলায় প্রাণ হারায়। তিনি ওই কনভয়ে ছিলেন।