তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ সৈন্য নিহত

191

আঙ্কারা, ২৬ নভেম্বর, ২০১৮ (বাসস): তুরস্কের ইস্তাম্বুল শহরের আবাসিক এলাকায় সোমবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে তুরস্কের চার সৈন্য নিহত ও একজন আহত হয়েছে। প্রদেশের গভর্ণর এ কথা জানান।
গভর্ণর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুর খবরে বলা হয়, হেলিকপ্টারটি একটি চারতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। তবে এতে বেসামরিক বাহিনীর কোন লোকের হতাহতের খবর পাওয়া যায়নি।
ইস্তাম্বুলের সরকারি কৌঁসুলি দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।