বাজিস-১ : জয়পুরহাটে স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভা

211

বাজিস-১
জয়পুরহাট-স্কাউটিং সভা
জয়পুরহাটে স্কাউটিং বিষয়ক মতবিনিময় সভা
জয়পুরহাট, ২৬ নভেম্বর, ২০১৮ (বাসস) : সৎ, যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২টি করে স্কাউট দল খোলা নিশ্চিত করা ও গুণগতমান বৃদ্ধি বিষয়ে এক মতবিনিময় সভা সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটদের গুণগতমান বৃদ্ধি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২টি করে দল খোলা নিশ্চিত করা সহ নানা দিক তুলে ধরে আলোচনা করেন জয়পুরহাট জেলার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. নূরুল ইসলাম। মতবিনিময় সভায় জেলা স্কাউটস ও জেলা রোভার স্কাউটসের গৃহীত সাংগঠনিক কার্যক্রম ও বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন জেলা স্কাউট সম্পাদক আবুল বাশার, রোভার সম্পাদক মাহবুব মোর্শেদুল আলম লেবু, বাংলাদেশ স্কাউটসের সহকারি লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, রায়হানুল আলম, শান্তি দেওয়ান, সহকারি কমিশনার নন্দলাল পার্শী, অধ্যক্ষ মওলানা আব্দুল মতিন, হাবিবুর রহমান, রেহেনা ইয়াসমিন, পুতুল নন্দী, হেলাল উদ্দিন প্রমূখ। মতবিনিময় সভায় জানানো হয় জেলায় এ পর্যন্ত শাপলা কাব এ্যাওয়ার্ড লাভ করেছে ১৭২ শিশু, প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড লাভ করেছে ৩৬ জন ও সমাজ উন্নয়ন এ্যাওয়ার্ড লাভ করেছে ১৬ জন। প্রতিটি বিদ্যালয়ে ২টি করে স্কাউট দল খেলা ও স্কাউটিং সম্প্রসারণে নানা কর্মসূচী প্রণোনয়ন ও তা বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাসস/সংবাদদাতা/কেইউ/১০৩০/নূসী