ব্রেক্সিট চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন ইইউ নেতৃবৃন্দ

296

ব্রাসেলস, ২৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ রোববার ব্রেক্সিট চুক্তিতে স্বাক্ষরের জন্যে ব্রাসেলসে মিলিত হয়েছেন।
এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আশা করেছেন ব্রেক্সিট চুক্তিতে স্বাক্ষরের পর তার দেশের ভবিষ্যত আরো উজ্জ্বল হবে।
ব্রেক্সিট নিয়ে গত ১৭ মাস ব্যাপক আলাপ আলোচনা চলে। আর্থিক বিষয়, নাগরিক অধিকার, উত্তর আয়ারল্যান্ডসহ ভবিষ্যত নিরাপত্তা ও বাণিজ্য ইত্যাদি নানা বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে এ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে।
তবে চুক্তি স্বাক্ষরই চূড়ান্ত কথা নয়। এটি চূড়ান্ত হতে ২০১৯ সালের ২৯ মার্চের ব্রেক্সিট ডে’র আগে ব্রিটেনের হাউস অব কমন্সের অনুমোদন লাগবে। এদিকে অনেক এমপিই বলেছেন তারা এতে সমর্থন দেবেন না।
এমনকি ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কও চান না ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে যাক। সম্মেলনের প্রাক্কালে তিনি বলেন, ব্রেক্সিট নিয়ে কারোরি সুখী হওয়ার কোন কারণ নেই।
এছাড়া থেরেসা মে’র রক্ষণশীল দল এবং তাদের নর্দান আইরিশ জোটের অনেকেই সতর্ক করে বলেছেন, তারা এই চুক্তিকে সমর্থন দেবেন না।
কিন্তু রোববার জাতির উদ্দেশ্যে খোলা চিঠিতে মে বলেন, ২০১৬ সালের গণভোটের আলোকে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার চুক্তি সম্পন্ন হচ্ছে। আর এ চুক্তি ব্রিটেনের জন্যে উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আসবে।