বাজিস-৭ : বরিশালে উপবৃত্তি পেয়ে বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

165

বাজিস-৭
বরিশাল- সামাজিক -কর্মসূচি
বরিশালে উপবৃত্তি পেয়ে বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা
বরিশাল, ২৫ নভেম্বর ২০১৮ (বাসস) : জেলার ১০টি উপজেলাসহ সিটি কর্পোরেশন’র ৩০টি ওয়ার্ডে শিক্ষা উপবৃত্তি’র আর্থিক সহায়তা পেয়ে উচ্চতর শিক্ষায় শিক্ষিত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা গড়ার কারিগর হওয়ার স্বপ্ন দেখছে একাধিক প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এমনটাই ব্যক্ত করেন প্রাথমিকস্তরের শিক্ষা উপবৃত্তি সুফলভোগী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তানভির কাজী, মাইশা বেগম ও শারীরিক প্রতিবন্ধী চৌধুরী রানা।
শহর সমাজসেবা কর্মকর্তা জাবির আহমেদ জানান, সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় দরিদ্র অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাগ্য পরিবর্তন ও জীবনমান উন্নয়নে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষা উপবৃত্তি প্রবর্তন করেন।
এক্ষেত্রে যথাক্রমে বিসিসি’র ৩০টি ওয়ার্ডে প্রাথমিক স্তরে ১’শ ১৭ জনের মাঝে ৬ মাস পর পর জনপ্রতি ৭’শ ৫০ টাকা হারে (বৃিদ্ধকৃত) মোট প্রায় ৫ লাখ ২৬ হাজার ৫’শ টাকা, মাধ্যমিক স্তরে ৩৮ জনের মাঝে ৬ মাস পর পর জনপ্রতি ৮’শ টাকা হারে (বৃদ্ধিকৃত) মোট প্রায় ১ লাখ ৮২ হাজার ৪’শ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৩৯ জনের মাঝে ৬ মাস পর পর জনপ্রতি ৮’শ ৫০ টাকা হারে (বৃদ্ধিকৃত) মোট প্রায় ১ লাখ ৯৮ হাজার ৯’শ টাকা ও উচ্চতর স্তরে ৭৭ জনের মাঝে ৬ মাস পর পর জনপ্রতি ১২’শ টাকা হাড়ে মোট প্রায় ৫ লাখ ৫৪ হাজার ৪’শ টাকা বিতরণ করা হচ্ছে।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় সরকারের শিক্ষা উপবৃত্তি দেয়ার উদ্যোগটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমাজের প্রতিটি ক্ষেত্রে সম্পৃক্ত বা সোনার বাংলা বিনির্মাণে ব্যাপক ভূমিকা রাখবে।
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর মেয়র সেরনিয়াত সাদিক আব্দুল্লাহ বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আর্থসামাজিক উন্নয়ন ও আত্মনির্ভরশীল করার জন্য সিটি কর্পোরেশন এলাকায় সরকারী-বেসরকারী একাধিক প্রতিষ্ঠান কাজ করছে।
এছাড়াও মেয়র বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক সহায়তা, বিনামূল্যে হুইল চেয়ারসহ বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৬৩০/মরপা