দু’দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক রেডক্রস রেডক্রিসেন্ট পরামর্শ সভা শুরু

242

ঢাকা, ২৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : দু’দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক রেডক্রস এবং রেডক্রিসেন্ট পরামর্শ সভা আজ রাজধানীতে শুরু হয়েছে।
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) উদ্যোগে ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটিস (আইএফআরসি)-এর সহযোগিতায় সোসাইটির জাতীয় দপ্তরস্থ প্রশিক্ষণ কক্ষে এই সভা শুরু হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডিআরসিএস চেয়ারম্যান হাফিজ অহমদ মজুমদার।
কর্মশালায় নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্তানের জাতীয় রেডক্রস রেডক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস রেডক্রিসেন্ট সোসাইটিজ এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। আগামীকাল সোমবার বিকালে এই কর্মশালা শেষ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এমপি, সোসাইটির ট্রেজারার তৌহিদুর রহমান ও আইএফআরসি-এর বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রধান আজমত উল্লা। স্বাগত বক্তব্য দেন সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন।