ঢাবিতে ‘সমাজ পরিবর্তনে শিক্ষার্থী’ শীর্ষক প্রচারাভিযান অনুষ্ঠিত

339

ঢাকা, ২৫ নভেম্বর, ২০১৮ (বাসস) : সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১২শ’ শিক্ষার্থী এক প্রচারাভিযানে অংশ নিয়েছে।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সমাজ পরিবর্তনে শিক্ষার্থী’ শীর্ষক এই অভিযান পরিচালিত হয়। শিক্ষার্থীরা নিজ নিজ জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই অভিযান চালায়। প্রচারাভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শনিবার টিএসসি মিলনায়তনে এক অনুষ্ঠানে অভিজ্ঞতা বিনিময় করেন।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মঞ্জুর এলাহী, জ্যেষ্ঠ সহ-সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার-উল-আলম চৌধুরী, এফবিসিসিআই-এর সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার অনুষ্ঠান সঞ্চালন করেন।