বাসস বিদেশ-৫ : সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস-এর পাল্টা হামলায় মার্কিন সমর্থিত ৪৭ যোদ্ধা নিহত

202

বাসস বিদেশ-৫
সিরিয়া-সংঘাত
সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস-এর পাল্টা হামলায় মার্কিন সমর্থিত ৪৭ যোদ্ধা নিহত
বৈরুত, ২৫ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : সিরিয়ার পূর্বাঞ্চলে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর পাল্টা হামলায় দুই দিনে অন্তত ৪৭ মার্কিন সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে। শনিবার একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থিত কুর্দিদের সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ইরাকী সীমান্তবর্তী দিয়ের এজোর প্রদেশ থেকে জিহাদিদের বিতাড়িত করতে লড়াই চালিয়ে যাচ্ছে।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার জিহাদিরা তিনটি পৃথক হামলা চালিয়েছে।
পর্যবেক্ষণকারী সংস্থাটি আরো জানায়, আল-বাহরা, গরাঞ্জি ও আল-তানাক তেলক্ষেত্রের কাছের একটি গ্রামে এ পাল্টা হামলা চালানো হয়।
এসডিএফ মুখপাত্র মুস্তাফা বালি এই তিনটি স্থানে আইএস-এর ‘উপর্যুপরি হামলার’ সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিনভর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কুর্দি নেতৃত্বাধীন স্থল বাহিনী জোটের বিমান বাহিনীর সহায়তা পেয়েছে।
পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, এই লড়াইয়ে শুধু শনিবারেই ২৯ এসডিএফ যোদ্ধা নিহত হয়। গত দুই দিনে অন্তত ৪৭ যোদ্ধা প্রাণ হারিয়েছে।
সংস্থাটি আরো জানায়, এই লড়াইয়ে ৩৯ আইএস জিহাদি নিহত হয়েছে।
বাসস/কেএআর/১৩১৫/-জুনা