বাজিস-৭ : দিনাজপুর জিলা স্কুলের ৬৮ ব্যাচের সুবর্ণজয়ন্তী পালিত

132

বাজিস-৭
দিনাজপুর-সুবর্ণজয়ন্তী
দিনাজপুর জিলা স্কুলের ৬৮ ব্যাচের সুবর্ণজয়ন্তী পালিত
দিনাজপুর, ২৪ নভেম্বর, ২০১৮ (বাসস) : দিনাজপুর জিলা স্কুলের ১৯৬৮ ব্যাচের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে স্কুলের ৬৮ ব্যাচ কল্যাণ ট্রাস্টের সভাপতি একে শফিকুর রহমান মুকুলের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তী উৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন, কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক এ্যাডঃ এমএ মজিদ এবং সুবর্ণজয়ন্তী উপ-পরিষদের আহ্বায়ক মোঃ বজলুল হক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জিলা স্কুলের ২ সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বজির উদ্দীন আহমেদ চৌধুরী ও মোঃ আবু জোবায়েরকে সম্মাননা স্মারক ও উত্তরীয় পরানো হয়। অনুষ্ঠানের শুরুতে ৬৮ সালের ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “সুবর্ণমল্লিকার” মোড়ক উন্মোচন করা হয়।
পরে রাজশাহীর স্বনামধন্য নৃত্যগোষ্ঠী ধ্রুপদালোক বিশ্ব কবির নৃত্যনাট্য চিত্রাঙ্গনা পরিবেশন করেন।
বাসস/সংবাদদাতা/মমআ/১৭১৫/-মরপা