বাসস ক্রীড়া-৬ : দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের

133

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-চট্টগ্রাম টেস্ট
দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের
চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০১৮ (বাসস) : দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারায় টাইগাররা। এই জয় দিয়ে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় সাকিবের দল।
এর আগে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাঁচটি হার ও একটিতে ড্র করে টাইগাররা। অবশেষে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হওয়া সপ্তম ম্যাচে জয় দেখলো বাংলাদেশ।
২০০২ সালে প্রথম দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত ঐ ম্যাচে ইনিংস ও ৩১০ রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ঐ সিরিজের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে খেলতে নেমে ৭ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।
এরপর ২০১১ সালের সিরিজে চট্টগ্রামের প্রথম ম্যাচটি ড্র করে বাংলাদেশ। ঢাকায় পরের ম্যাচে ২২৯ রান হারে টাইগাররা।
পরের বছর আবারো বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। ঢাকা ও খুলনায় ম্যাচ দু’টি যথাক্রমে ৭৭ রানে ও ১০ উইকেটে হারে বাংলাদেশ। তাই প্রথম ছয় দেখায় জয় না পেলেও, সপ্তম লড়াইয়ে দেশের মাটিতে জয় পেল বাংলাদেশ।
বাসস/এএমটি/১৫০৫/মোজা/স্বব