বাসস দেশ-৬ : ২৯ নভেম্বরের মধ্যে অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ফোন ই-মেইল ফ্যাক্স নম্বর প্রেরণ

132

বাসস দেশ-৬
সুপ্রিম কোর্ট-নিদের্শনা
২৯ নভেম্বরের মধ্যে অধস্তন আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের ফোন ই-মেইল ফ্যাক্স নম্বর প্রেরণ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০১৮ (বাসস) : অধস্তন আদালতসমূহে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণের দপ্তর ও আবাসিক টেলিফোন, মোবাইল ফোন নম্বর, ই-মেইল এ্যাড্রেস এবং সংশ্লিষ্ট আদালতের ফ্যাক্স নম্বর ও ই-মেইল এ্যাড্রেস প্রেরণে নির্দেশনা জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) ও টেলিফোন নির্দেশিকা প্রস্তুত সংক্রান্ত উপ-কমিটির আহবায়ক রুহুল আমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, দেশের জেলা জজ ও সমপর্যায়ের আদালতসমূহ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসহ জেলা পর্যায়ের অন্যান্য আদালত এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সুপ্রিম কোর্টের জরুরি যোগাযোগের প্রয়োজনে উক্ত আদালত/ প্রতিষ্ঠানসমূহে কর্মরত সকল বিচার বিভাগীয় কর্মকর্তার দপ্তর/আবাসিক টেলিফোন ও মোবাইল ফোন নম্বর, ই-মেইল এ্যাড্রেস এবং সংশ্লিষ্ট আদালত/প্রতিষ্ঠানের ফ্যাক্স নম্বর, ই-মেইল এ্যাডেস-এর হালনাগাদ তথ্য/তালিকা সম্বলিত টেলিফোন নির্দেশিকা প্রস্তুত করা প্রয়োজন। উক্ত আদালত/প্রতিষ্ঠানসমূহে কর্মরত সকল বিচার বিভাগীয় কর্মকর্তার (জ্যেষ্ঠতা ক্রমানুসারে) দপ্তর/আবাসিক টেলিফোন নম্বর, ই-মেইল এ্যাড্রেস নিয়ে উল্লেখিত ছক মোতাবেক আগামী ২৯ নভেম্বরের মধ্যে জরুরী ভিত্তিতে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
বাসস/এএসসি/ডিএ/১৪৩৩/কেজিএ