সাকিবের বিশ্ব রেকর্ড

287

চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০১৮ (বাসস) : চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বিশ্ব রেকর্ডের মালিক বনে গেলেন সাকিব আল হাসান। লংগার ভার্সনে দ্রুত দুইশ উইকেট শিকার ও তিন হাজার রানের বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশী অধিনায়ক। এ ম্যাচে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে দ্রুত ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি ও ৩ হাজার রান করার মালিকও হলেন তিনি।
নিজের ৫৪তম টেস্টে ৩ হাজার রানের সাথে ২শ উইকেট শিকার রয়েছে সাকিবের। তার আগে দ্রুত ৫৫তম এই মাইলফলক স্পর্শ করেছিলেন ইল্যান্ডের ইয়ান বোথাম। তবে বোথামকে সরিয়ে এবার রেকর্ডের মালিক হলেন অলরাউন্ডার সাকিব।
দ্রুত ৩ হাজার রান ও ২শ উইকেট শিকারে তৃতীয়স্থানে রয়েছেন ভারতের কপিল দেব। নিজের ৭৩তম ম্যাচে ৩ হাজার রানের পাশাপাশি ২শ উইকেট শিকারের মালিক হন কপিল।
দ্রুত ৩ হাজার ও ২শ উইকেট শিকার করা শীর্ষ পাঁচ অলরাউন্ডার :
খেলোয়াড় ম্যাচ
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৫৪
ইয়ান বোথাম (ইংল্যান্ড) ৫৫
কপিল দেব (ভারত) ৭৩
ইমরান খান (পাকিস্তান) ৭৫
রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড) ৮৩