নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

180

হবিগঞ্জ, ২৪ নভেম্বর, ২০১৮ (বাসস) : জেলার নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের সদরঘাট নতুন বাজার এলাকায় আজ যাত্রীবাহী বাস উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক যাত্রী।
নিহত ব্যক্তি হলেন শেভরন বাংলাদেশের মেডিক্যাল অফিসার সাফি কামাল চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯ টার দিকে একটি যাত্রীবাহী বাস সিলেট যাওয়ার পথে সদরঘাট নামক স্থানে পৌঁছলে সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাফি কামাল মারা যান।
শেরপুর হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে।