বাসস দেশ-১৪ : রাজধানীতে ৫৬টি স্বর্ণের বারসহ ৪ জন গ্রেফতার

588

বাসস দেশ-১৪
স্বর্ণ জব্দ-আটক
রাজধানীতে ৫৬টি স্বর্ণের বারসহ ৪ জন গ্রেফতার
ঢাকা, ২৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : রাজধানীর কল্যাণপুর বাসষ্ট্যান্ড থেকে ৭ কেজি ওজনের ৫৬টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২ এর একটি দল।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. লিটন হোসেন (৩০), মো. আমিনুর (২৩), মো. শাহ আলম (৩২) ও আয়েশা বেগম (৪০)।
র‌্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে স্বর্ণ পাচারের একটি সংঘবদ্ধ চক্রের কিছু সদস্য ঢাকা থেকে অবৈধ স্বর্ণ কৌশলে বহন করে নিয়ে সাতক্ষিরার উদ্দেশ্যে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যাণপুর বাসষ্ট্যান্ডে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে তারা (স্বর্ণ পাচারকারী) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়।এসময় স্বর্ণ পাচারকারীদের দেহ তল্লাশী করে অভিনব পন্থায় লুকানো অবস্থায় ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭ কেজি। জব্দকৃত এই স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৯৫ লাখ টাকার অধিক।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বলেছে, তারা দীর্ঘদিন যাবৎ স্বর্ণ চোরাচালানের সাথে সক্রিয়ভাবে জড়িত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
বাসস/সবি/এমএমবি/২০৪৫/জেহক