বাসস ক্রীড়া-১৬ : সাউথ জোনের দরকার ২২৮ রান : সেন্ট্রাল জোনের ৮ উইকেট

283

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বিসিএল
সাউথ জোনের দরকার ২২৮ রান : সেন্ট্রাল জোনের ৮ উইকেট
সিলেট, ২৩ নভেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের প্রথম পর্বে ম্যাচ জয়ের জন্য শেষ দিনে সাউথ জোনের দরকার ২২৮ রান,সেন্ট্রাল জোনের ৮ উইকেট।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৪ রানেই গুটিয়ে যায় সেন্ট্রাল জোন। ফলে ২৬৬ রানের টার্গেট পায় সাউথ জোন। জবাবে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৩৮ রান তুলেছে সাউথ জোন।
সেন্ট্রাল জোনের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লিটন দাস। এছাড়া শহিদুল ইসলাম অপরাজিত ৪১ ও শেষ ব্যাটসম্যান রবিউল হক ৩৭ রান করেন। সাউথ জোনের মাহেদি হাসান ৭২ রানে ৫ উইকেট নেন।
২৬৬ রানের টার্গেটে খেলতে নেমে এনামুল হক ও ফজলে মাহমুদকে হারায় সাউথ জোন। এনামুল ৫ ও ফজলে ১১ রান করে ফিরেন। শাহরিয়ার নাফীস ১১ ও তুষার ইমরান ১০ রানে অপরাজিত আছেন।
বাসস/এএমটি/১৯১৫/স্বব