বাসস দেশ-১০ : সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নামে জাল চিঠির ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ পিএসসি’র

290

বাসস দেশ-১০
সরকারি কর্ম কমিশন-অনুরোধ
সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নামে জাল চিঠির ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ পিএসসি’র
ঢাকা, ২৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিবের প্যাড ব্যবহার করে জারিকৃত চিঠির সাথে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোন সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্ট সকলকে এ চিঠির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে।
আজ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্ম কমিশন সচিবালয়ের সচিবের প্যাড ব্যবহার করে কমিশনের উপসচিব (প্রশাসন) সুব্রত কুমার দে’র ১১ নভেম্বর স¦াক্ষরিত স্মারক নং ৮০.১০৬.০১২.০৪.৫৮.০১২.২০১৮.৪০ মূলে একটি জাল চিঠি জারি করা হয়েছে।
উল্লিখিত চিঠিতে সরকারি সকল শূন্য পদের নিয়োগ স্থগিত করার জন্য বলা হয়েছে। উক্ত চিঠি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক জারিকৃত নয়। এ চিঠির সাথে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোন সংশ্লিষ্টতা নেই।
সংশ্লিষ্ট সকলকে এ চিঠির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
বাসস/তবি/জেডআরএম/১৮৫৫/অমি