বাসস ক্রীড়া-১০ : বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-২০

323

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-টি-২০
বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-২০
মেলবোর্ন, ২৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টি-২০ ম্যাচ।
মেলবোর্নে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ভারত। ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ১০১ রানেই মধ্যেই সাত উইকেট হারিয়ে ফেলে অসিরা। অষ্টম উইকেটে সর্বোচ্চ ৩১ রানে অপরাজিত থাকেন বেন ম্যাকডারমট ও এন্ড্রু টাই।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১৯ ওভার পরই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। পরবর্তীতে আর খেলা শুরু হতে না পারায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এসময় ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহে ছিলো অস্ট্রেলিয়া।
ম্যাকডারমট ৩২ ও তাই ১২ রানে অপরাজিত ছিলেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ১৯ ও নাথান কটলার নাইল ১৮ রান করেন। ভারতের ভুবনশ্বের কুমার ও খলিল আহমেদ ২টি করে উইকেট নেন।
প্রথম ম্যাচ জিতে তিন টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগকি অস্ট্রেলিয়া।
সিডনিতে আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটি।
বাসস/এএমটি/১৮০০/স্বব