বাসস দেশ-৭ : কারিগরি শিক্ষার্থীদের ‘স্কিলস কম্পিটিশন ২০১৮’ এর আঞ্চলিক পর্ব আগামীকাল শুরু

316

বাসস দেশ-৭
স্কিলস-কম্পিটিশন
কারিগরি শিক্ষার্থীদের ‘স্কিলস কম্পিটিশন ২০১৮’ এর আঞ্চলিক পর্ব আগামীকাল শুরু
ঢাকা, ২৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘স্কিলস কম্পিটিশন ২০১৮’ প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে।
বাংলাদেশ সরকার, বিশ্ব ব্যাংক এবং কানাডার আর্থিক সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ‘স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)’ এর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতার এবারের আঞ্চলিক পর্বে সারাদেশের ১৩টি অঞ্চলের ১৩টি পলিটেকনিক ইনস্টিটিউটে আগামীকাল একযোগে অনুষ্ঠিত হবে। এতে ১৬৭টি সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নির্বাচিত ৪৫১টি উদ্ভাবন বা প্রকল্প মূল্যায়নের জন্য উপস্থাপিত হবে।
দেশ, সময় ও বর্তমান বাজারের চাহিদার প্রেক্ষিত বিবেচনায় রেখে মেধা, মনন, উদ্ভাবন ও সৃজনশীলতার ভিত্তিতে প্রত্যেক অঞ্চল থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যার ভিত্তিতে সেরা উদ্ভাবন নির্বাচন করা হবে। এভাবে আঞ্চলিক পর্বে থেকে নির্বাচিত মোট ৫২টি উদ্ভাবন আগামী বছরের এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
বাসস/সবি/এসই/১৭৫০/কেজিএ