২৪৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ ; বাংলাদেশের লিড ৭৮ রানের

255

চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৪৬ রানেই অলআউট হয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ৭৮ রানের লিড পেল বাংলাদেশ। কারণ নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওপেনার ও অধিনায়ক ক্রেইগ ব্রার্থওয়েট ১৩, শাই হোপ ১, কাইরেন পাওয়েল ১৪, সুনীল অ্যামব্রিস ১৯, রোস্টন চেজ ৩১, শিমরোন হেটমায়ার ৬৩, দেবেন্দ্র বিশু ৭, কেমার রোচ ২, জোমেল ওয়ারিকান ১২ ও শানন গ্যাব্রিয়েল ৬ রান করে আউট হন। তবে শেন ডওরিচ ৬৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের নাইম হাসান ৬১ রানে ৫টি, সাকিব আল হাসান ৪৩ রানে ৩টি উইকেট নেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।
এর আগে সকালে নিজেদের প্রথম ইনিংসে ৩২৪ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের পক্ষে মোমিনুল হক ১২০, ইমরুল কায়েস ৪৪, তাইজুল ইসলাম অপরাজিত ৩৯, অধিনায়ক সাকিব আল হাসান ৩৪, নাইম হাসান ২৬, মেহেদি হাসান মিরাজ ২২, মোহাম্মদ মিথুন ২০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের শানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান ৪টি করে উইকেট নেন।