রফিককে সরিয়ে রেকর্ডের মালিক এখন তাইজুল

279

চট্টগ্রাম, ২৩ নভেম্বর, ২০১৮ (বাসস) : চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে কাইরেন পাওয়েলকে শিকার করে চলতি বছর নিজের উইকেট সংখ্যা ৩৪এ উন্নীত করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। পাওয়েলকে বিদায় করার মধ্য দিয়ে এক বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়ার নয়া রেকর্ড গড়লেন তাইজুল। এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন বাংলাদেশের কিংবদন্তি স্পিনার মোহাম্মদ রফিক।
২০০৩ সালে তিনবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে বছরে ৩৩টি শিকার করেছিলেন রফিক। ফলে এক বছরে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ডটি দখলে চলে যায় তার। তবে এবার রফিকের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন তাইজুল। চলতি বছর ৬ ম্যাচে ১০ ইনিংসে এ পর্যন্ত ৩৪ উইকেট শিকার করেছেন তিনি।
এক বছরে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড অস্ট্রেলিয়ার ডান-হাতি লেগ স্পিনার শেন ওয়ার্নের। ২০০৫ সালে ১৫ ম্যাচের ৩০ ইনিংসে ৯৬টি উইকেট নিয়েছিলেন তিনি।