বাসস ক্রীড়া-১৮ : নাইম-জহিরুলের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ নর্থ জোনের

321

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-বিসিএল
নাইম-জহিরুলের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহ নর্থ জোনের
রাজশাহী, ২২ নভেম্বর ২০১৮ (বাসস) : নাইম ইসালম ও অধিনায়ক জহিরুল ইসলামের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের প্রথম পর্বে ইস্ট জোনের বিপক্ষে ৪৪৫ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে নর্থ জোন। জবাবে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১২৫ রান করে ইস্ট জোন। ফলে ৬ উইকেট হাতে নিয়ে ৩২০ রানে পিছিয়ে ইস্ট জোন।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিনই সেঞ্চুরির স্বাদ পান নাইম-জহিরুল। দিন শেষে ১৩টি চার ও ১টি ছক্কায় ১৭৭ বলে নাইম ১১১ এবং ১৪টি চারে ১৫৭ বলে জহিরুল ১০০ রানে অপরাজিত আছেন। শেষ পর্যন্ত নাইম ১৩৭ ও জহিরুল ১০৪ রানে ফিরেন। তাদের জোড়া সেঞ্চুরিতে ৪৪৫ রানের সংগ্রহ পায় নর্থ জোন। ইস্ট জোনের হাসান মাহমুদ ৪টি উইকেট নেন।
দ্বিতীয় দিন চা-বিরতির আগে নিজেদের ইনিংস শুরু করে চার ব্যাটসম্যানকে হারিয়েছে ইস্ট জোন। রনি তালুকদার ৫৪, শামসুর রহমান ২৪, জাকির হাসান ৫ ও আফিফ হোসেন ৯ রান করে ফিরেন। ২৪ রানে অপরাজিত আছেন তাসামুল হক। নর্থ জোনের এবাদত হোসেন ও সানজামুল ইসলাম ২টি করে উইকেট নেন।
বাসস/এএমটি/১৯২৫/মোজা/স্বব