বাসস ক্রীড়া-১৭ : হাড্ডাহাড্ডি লড়াই সেন্ট্রাল জোন ও সাউথ জোনের

320

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-বিসিএল
হাড্ডাহাড্ডি লড়াই সেন্ট্রাল জোন ও সাউথ জোনের
সিলেট, ২২ নভেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের প্রথম পর্বের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করছে সেন্ট্রাল জোন ও সাউথ জোন। দ্বিতীয় দিন শেষে ১০ উইকেট হাতে নিয়ে মাত্র ৩ রানে এগিয়ে সেন্ট্রাল জোন।
তবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করা সেন্ট্রাল জোনের ২৮২ রানের জবাবে ২৮১ রান পর্যন্ত যেতে পারে সাউথ জোন। ফলে প্রথম ইনিংসে ১ রানের লিড পায় সেন্ট্রাল জোন। দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে বিনা উইকেটে ২ রান করেছে সেন্ট্রাল জোন।
বিনা উইকেটে ২৯ রান নিয়ে দ্বিতীয় খেলা শুরু করে সাউথ জোন। দলের পক্ষে সর্বোচ্চ ৯৪ রান করেন ফজলে মাহমুদ। এছাড়া শাহরিয়ার নাফীস ৭১ ও এনামুল হক ৩১ রান করেন। সেন্ট্রাল জোনের মোশাররফ হোসেন ৫৩ রানে ৪ উইকেট নেন।
বাসস/এএমটি/১৯২২/মোজা/স্বব