বাসস ক্রীড়া-১৫ : অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ : সমতা ভারতের

312

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-মেলবোর্ন টি-২০
অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ : সমতা ভারতের
মেলবোর্ন, ২২ নভেম্বর ২০১৮ (বাসস) : জয় দিয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করে স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃষ্টি আইনে সিরিজের প্রথম ম্যাচ ৪ রানে জিতে অসিরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।এরই ধারাবাহিকতায় দ্বিতীয় টি-২০ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। তবে জয়ের ধারাবাহিকতায় ফিরে সিরিজে সমতায় আনতে মুখিয়ে আছে ভারত। মেলবোর্নে আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে।
আইসিসি টি-২০ র‌্যাংকিং দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া। তাই ফেভারিটের তকমাটা সিরিজ শুরুর আগে কোন দলই পায়নি। তবে নিজেদের কন্ডিশনের কারনে কিছুটা হলেও এগিয়ে ছিলো অস্ট্রেলিয়া। সেই সুবিধা কাজে লাগানোর মাধ্যমে সিরিজের শুরুটা উড়ন্তই করতে চেয়েছিলো অসিরা।
জয় দিয়েই সিরিজ শুরু করে স্বাগতিক অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝপথেই ৩ ওভার কর্তন করা হয়। ফলে ১৭ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করে অস্ট্রেলিয়া। ফলে বৃষ্টি আইনে ১৭ ওভারে ১৭৪ রানের লক্ষ্য পায় ভারত। সেই লক্ষ্য স্পর্শ করতে গিয়েও পারেনি ভারত। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৬৯ রান করতে পারে টিম ইন্ডিয়া। তাই হার দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করতে হয় বিরাট কোহলির দলকে।
তবে হার দিয়ে সিরিজ শুরু হলেও, জয়ে ফিরে সিরিজের লড়াইয়ে টিকে থাকতে চায় ভারত। এমনটাই বললেন ভারতের মিডল-অর্ডার ব্যাটসম্যান দিনেশ কার্তিক, ‘প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। কিন্তু ছোট ছোট ভুলে ম্যাচ জয়ের লক্ষ্য স্পর্শ করতে পারিনি। তবে দ্বিতীয় ম্যাচেই আমরা ঘুড়ে দাঁড়াবো এবং ম্যাচ জিতবো। সিরিজ বাচাঁতে জয়ই একমাত্র লক্ষ্য আমাদের।’
প্রথম টি-২০তে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিতের কথা বললেন তিনি, ‘দ্বিতীয় ম্যাচও জিততে চাই আমরা। আমাদের লক্ষ্য সিরিজ জয়। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করতে মুুখিয়ে আছে পুরো দল।’
বাসস/এএমটি/১৯১৫/মোজা/স্বব