বাসস ক্রীড়া-১৩ : বিশ্বকাপ খেলতে ভারত গেল বধির ক্রিকেট দল

330

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বধির
বিশ্বকাপ খেলতে ভারত গেল বধির ক্রিকেট দল
ঢাকা, ২২ নভেম্বর, ২০১৮ (বাসস) : ভারতের নয়াদিল্লীতে টি-২০ বিশ^কাপ খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ বধির ক্রিকেট দল। সাত দেশের অংশগ্রহণে এ আসরে প্রথম দিনেই বাংলাদেশ স্বাগতিকদের মুখোমুখি হবে। দিল্লীতে প্রতিযোতিা শেষ হবে ১ ডিসেম্বর। ২০০৫ সালে প্রথমবার বাংলাদেশ বধির ক্রিওকেট দল বিশ^ আসরে অংশ নেয়। সেবার সাফল্য না পেলেও সর্বশেষ ২০১৫ সালে লখেœৗতে রানার্স-আপ হয়েছিল। সর্বশেষ এ বছর ঢাকায় এশিয়া কাপেও রানার্স আপ
হয় বাংলাদেশ।
টুর্নামেন্টে অংশ গ্রহণকারী সাতটি দেশ হচ্ছে : বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক ভারত। বধির ক্রিকেট দলকে ভারতে বিশ^কাপে অংশগ্রহণের জন্য পৃষ্ঠপোষকাতা করছে এসকেবি স্টিল মিলস।
বাসস/১৮২৫/-স্বব