বাসস দেশ-১১ : স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারদের সংবর্ধনা

123

বাসস দেশ-১১
মুক্তিযোদ্ধা-সংবর্ধনা-বিমান
স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারদের সংবর্ধনা
ঢাকা, ২২ নভেম্বর, ২০১৮ (বাসস) : মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারদেরকে সংবর্ধনা প্রদান করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
সশস্ত্র বাহিনী দিবস ২০১৮ উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ের বিএএফ ফ্যালকন হলে তাঁদের এ সংবর্ধনা দেয়া হয়।
আঃন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার একথা জানানো হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ‘কিলোফ্লাইট’-এর অসামরিক বৈমানিকদেরও সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মোট ২৮ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান সংক্ষিপ্ত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের কথা জাতি কখনও ভুলবেনা।
অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাসস/আইএসপিআর/এমএন/১৭০০/অমি