বাসস দেশ-১০ : উত্তরায় লিফটে আটকে পড়া গাড়ি চালককে অক্ষত অবস্থায় উদ্ধার

128

বাসস দেশ-১০
উত্তরা-লিফট
উত্তরায় লিফটে আটকে পড়া গাড়ি চালককে অক্ষত অবস্থায় উদ্ধার
ঢাকা, ২২ নভেম্বর, ২০১৮ (বাসস) : রাজধানীর উত্তরায় লিফটে আটকে পড়া গাড়ি চালক শরিফুল ইসলামকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে অগ্নি নির্বাপণ ও দমকল বাহিনীর সদস্যরা। অত্যাধুনিক যন্ত্র হাইড্রোলিক স্পেডার ব্যবহার করে তাকে উদ্ধার করা হয়।
আজ সকাল ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে একটি ছয় তলা ভবনের ৪র্থ তলায় এই দুর্ঘটনা ঘটে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ওই ভবনের ৪র্থ তলায় এক ব্যক্তি আটকা পড়ার সংবাদ পেয়ে সেখানে দ্রুতগতিতে উত্তরা ফায়ার সাভিসের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে।
দমকল বাহিনীর অত্যাধুনিক যন্ত্র হাইড্রোলিক স্পেডার ব্যবহার করে লিফটের ২য় তলা থেকে আটকা পড়া গাড়ি চালক শরিফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। শরিফুল পেশায় একজন গাড়ি চালক। সে ভবনের ৪র্থ তলায় থাকতেন।
বাসস/সংবাদদাতা/এসই/১৬৩০/অমি