বাসস ক্রীড়া-৬ : কোহলি-মোমিনুল সমান-সমান

118

বাসস ক্রীড়া-৬
ক্রিকেট-চট্টগ্রাম টেস্ট
কোহলি-মোমিনুল সমান-সমান
চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০১৮ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ব্যাট হাতে নান্দনিক সেঞ্চুরি করলেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক। এটি তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।
তবে চলতি বছর চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন মোমিনুল। ফলে চলতি বছর এ পর্যন্ত টেস্ট ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরি করার ক্ষেত্রে ভারতের অধিনায়ক বিরাট কোহলির পাশে নিজের নাম লেখালেন মোমিনুল। কোহলিও চলতি বছর চারটি টেস্ট সেঞ্চুরি করেছেন।
কোহলি ১০ টেস্টের ১৮ ইনিংসে চারটি সেঞ্চুরি করছেন। তবে ৭ ম্যাচের ১৩তম ইনিংসেই চারটি সেঞ্চুরির স্বাদ পেলেন মোমিনুল।
বাসস/এএমটি/১৫৫৫/স্বব