টেস্ট অভিষেক হলো নাইমের

185

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০১৮ (বাসস) : বাংলাদেশের ৯৩তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হলো ১৭ বছর বয়সী ডান-হাতি অফ-স্পিনার নাইম হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ অভিষেক হয় তার। বাংলাদেশে সবচেয়ে কম বয়সী নবম খেলোয়াড় বড় ফরম্যাটে অভিষেক হলো নাইমের। বাংলাদেশের হয়ে সর্বশেষ কম বয়সে টেস্ট অভিষেক হয়েছিলো অলক কাপালির। ২০০২ সালে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ১৭ বছর ২৩৯তম দিনে টেস্ট অভিষেক হয় কাপালির। আর আজ ১৭ বছর ৩৫৫তম দিনে বড় ফরম্যাটে পা রাখলেন চট্টগ্রামের ছেলে নাইম।
মাত্র ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নাইমের। মূলত স্পিনার হিসেবে তার সুনাম রয়েছে। বল হাতে ২৫ ইনিংসে ৪৮ উইকেট নিয়েছেন নাইম। ইনিংসে তার সেরা বোলিং ফিগার ১০৬ রানে ৮ উইকেট। সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে কক্সবাজারে ঢাকা বিভাগের বিপক্ষে ইসিংস সেরা বোলিং ফিগার দাঁড় করান তিনি। ২০তম লিগে সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন নাইম। ৬ ম্যাচে ২৮ উইকেট শিকার করেছেন তিনি।
চলতি বছর নাইমসহ সাত খেলোয়াড়ের বাংলাদেশের জার্সি গায়ে টেস্ট অভিষেক হলো। এরা হলেন- সানজামুল ইসলাম, আবু জায়েদ, আরিফুল হক, নাজমুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও খালেদ আহমেদের। ২০০২ সালের পর এক বছরে এবারই সাত খেলোয়াড়ের টেস্ট অভিষেক হলো।