বাসস ক্রীড়া-১৩ : নাইম-জহিরুলের জোড়া সেঞ্চুরি

331

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বিসিএল
নাইম-জহিরুলের জোড়া সেঞ্চুরি
রাজশাহী, ২১ নভেম্বর ২০১৮ (বাসস) : আজ থেকে শুরু হয়েছে ফ্রাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) সপ্তম আসর।
রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে নর্থ জোনের বিপক্ষে মাঠে নামে ইস্ট জোন। টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে ইস্ট জোন। ব্যাটিং-এ নেমে শুরুটা ভালোই করেছিলো নর্থ জোন। উদ্বোধনী জুটিতে ৬৭ রান পায় নর্থ জোন। ওপেনার জুনায়েদ সিদ্দিকীর বিদায়ের প্রথম উইকেট হারায় নর্থ জোন। জুনায়েদ ২৮ রান করেন। এরপর ১২ রান করে ফিরেন তিন নম্বরে নামা ফরহাদ হোসেনও। তবে ৬৩ রানের ইনিংস খেলে আহত অবসর নেন ওপেনার মিজানুর রহমান।
তবে চতুর্থ ও পঞ্চম ব্যাটসম্যান দিন শেষে জোড়া সেঞ্চুরি করে অপরাজিত থাকেন। এরা হলেন- নাইম ইসলাম ও অধিনায়ক জহিরুল ইসলাম। ১৩টি চার ও ১টি ছক্কায় ১৭৭ বলে নাইম ১১১ রানে এবং ১৪টি চারে ১৫৭ বলে জহিরুল ১০০ রানে অপরাজিত থাকেন।
বাসস/এএমটি/১৯০৫/স্বব