কষ্টার্জিত জয় ব্রাজিলের

218

লন্ডন, ২১ নভেম্বর ২০১৮ (বাসস) : এভারটনের স্ট্রাইকার রিচারলিসনের একমাত্র গোলে প্রীতি ম্যাচে কষ্টার্জিত জয়ের স্বাদ নিলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গতরাতে ইল্যান্ডের মাটিতে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। চলতি সপ্তাহে এর আগে আরেক প্রীতি ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।
ম্যাচের শুরুতে হোচট খায় ব্রাজিল। কুচকির ইনজুরিতে পড়লে ম্যাচের সপ্তম মিনিটেই অধিনায়ক নেইমারকে হারায় তারা। তার বদলী হিসেবে মাঠে আসেন রিচারলিসন। নেইমারকে হারানোর পর নিজেদের ঘুছিয়ে নিতে সময় নেয় ব্রাজিল। তবে ম্যাচের প্রথমার্ধেই গোল আদায় করে নেয় তারা। কর্ণার থেকে বল পেয়ে হেডে গোল করেন রিচারলিসন(১-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ব্রাজিল। অন্যপ্রান্তে ম্যাচে সমতা আনার চেষ্টা করেছে ক্যামেরুনও। কিন্তু তাদের চেষ্টাগুলো মুখ থুবড়ে পড়ে ব্রাজিল সীমানায়। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
বিশ্বকাপের পর টানা ছয় ম্যাচে অংশ নিয়ে সবক’টিতেই জিতলো ব্রাজিল।