বাসস বিদেশ-৪ : চীনের মধ্যাঞ্চলে ২৮টি ট্রাকের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৯

165

বাসস বিদেশ-৪
চীন-দুর্ঘটনা
চীনের মধ্যাঞ্চলে ২৮টি ট্রাকের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৯
ঝিংঝুউ, ২০ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি এক্সপ্রেসওয়েতে ২৮টি ট্রাকের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার সকালে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সোমবার এ দুর্ঘটনায় আরো ৯ জন আহত হয়েছে।
দেশটির স্থানীয় কতৃপক্ষ একথা জানিয়েছে।
চীনের কমিউন্সিট পার্টির পিঙ্গু কাউন্টি কমিটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ঝুমাদিয়ান নগরীর পিঙ্গিউ টোল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
খবর বার্তা সংস্থা সিনহুয়ার’র।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আকস্মিক ভারী কুয়াশার কারণে এক্সপ্রেসওয়েতে এ মারাত্মক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণে সাময়িক বন্ধ থাকার পর সোমবার বিকেলে এক্সপ্রেসওয়ের যান চলাচল পুনরায় শুরু হয়।
বাসস/কেএআর/১১৪০/-এমএবি