বাসস দেশ-৭ : ঢাবিতে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে র‌্যালি

118

বাসস দেশ-৭
ঢাবি-টয়লেট-দিবস
ঢাবিতে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে র‌্যালি
ঢাকা, ১৯ নভেম্বর, ২০১৮ (বাসস) : বিশ্ব টয়লেট দিবস ২০১৮ উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে র‌্যালি অনুষ্ঠিত হয়।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি সকাল সাড়ে ৯ টায় টিএসসি মোড় থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের নারী শিক্ষার্থী এবং কর্মজীবী নারীরা অংশগ্রহণ করেন।
উপাচার্য বলেন, নারীবান্ধব টয়লেটের অভাবে যাত্রাপথ, কর্মস্থল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা টয়লেট ব্যবহার থেকে বিরত থাকেন। তার ফলশ্রুতিতে নারীরা নানা শারীরিক ও মানসিক চাপের শিকার হয়ে থাকেন। তাই সর্বত্র নারীবান্ধব টয়লেট নিশ্চিত করা দরকার।
কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড-এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার মো. ইশতিয়াক নাহিদ এবং হেড অব সেলস মো. সোহেল হাওলাদারসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ র‌্যালিতে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসই/১৭০০/শহক