জয়পুরহাটে উন্নত জাত সম্প্রসারনে ব্রি ধান-২৮ নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত

316

জয়পুরহাট, ১৯ মে, ২০১৮ (বাসস) : রবি ২০১৭-১৮ মৌসুমে রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে ব্রি ধান-২৮ নমুনা শস্য কর্তন শনিবার সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বনখুর গ্রামে অনুষ্ঠিত হয়।
স্থানিয় কৃষি বিভাগ জানায়, নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায়। সদর উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহমিদা নাহার, অমল চন্দ্র মন্ডল প্রমূখ। ২০১৭-১৮ মৌসুমে রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে ব্রি ধান-২৮ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে হেক্টর প্রতি ফলন হিসেবে দেখা যায় ৬ দশমিক ৬ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি বলে জানায় কৃষি বিভাগ।
কৃষি বিভাগ জানায়, জয়পুরহাট জেলায় এবার প্রায় ৭২ হাজার ১৫০ হেক্টর জমিতে চলতি মৌসুমে বোরো ধানের চাষ হয়েছে। চলতি মে মাসের প্রথম সপ্তাহ থেকে জেলার সর্বত্র ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। স্থানিয় হাট বাজার গুলোতে বর্তমানে ৮শ থেকে সাড়ে ৮শ টাকা মণ ধান বিক্রি হচ্ছে। আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের আশা করছেন স্থানিয় কৃষক ও কৃষি বিভাগ।