বাসস বিদেশ-৫ : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত

177

বাসস বিদেশ-৫
কাশ্মির-ভারত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত
শ্রীনগর (ভারত), ১৮ নভেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশ ও সৈন্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে রোববার দুই জঙ্গি নিহত হয়েছে।
দেশটির পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
ভারত শাসিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে শোপিয়ান জেলার রেব্বান-জৈনরোপা গ্রামে ভোরবেলা উভয়পক্ষের মধ্যে এ তুমুল সংঘর্ষ ঘটে।
সোপাইন পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘জঙ্গিদের খবর পেয়ে সরকারি বাহিনী আজ ভোরে অভিযান শুরু করে। তারা রেব্বান গ্রামকে চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর জঙ্গিদের সন্ধানে অভিযান চালায়। তল্লাশী অভিযান চলার সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা কর্মীদের ওপর গুলি চালালে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেঁধে যায়।’
তিনি আরো বলেন, ‘এ সময় দুই জঙ্গি নিহত হয়।’
নিহত জঙ্গিরা আঞ্চলিক জঙ্গি গোষ্ঠী আল-বদরের স্থানীয় ক্যাডার বলে সনাক্ত করা হয়েছে।
বাসস/ কেএআর/১২-৫০/জুনা