৯ উইকেট হাতে নিয়ে ১৮ রানে পিছিয়ে নিউজিল্যান্ড

628

আবু ধাবি, ১৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : আবু ধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ১৮ রানে পিছিয়ে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ১৫৩ রানের জবাবে ২২৭ রান করতে পারে পাকিস্তান। ফলে ৭৪ রানের লিড পায় পাকিস্তান। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৬ রান করেছে নিউজিল্যান্ড। তারপরও পাকিস্তানের লিডকে টপকে যেতে পারেনি কিউইরা।
২ উইকেটে ৫৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। বাবর আজম ছাড়া দলের কেউই নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে স্বাচ্ছন্দে ব্যাটিং করতে পারেননি। ৫টি চারে ১০৯ বলে ৬২ রান করেন তিনি। এছাড়া আসাদ শফিক ৪৩ ও হারিস সোহেল ৩৮ রান করেন। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট ৫৪ রানে ৪টি উইকেট নেন।
দিনের শেষভাগে ব্যাট হাতে নেমে ২২ দশমিক ৪ ওভারে ১ উইকেটে ৫৬ রান করেছে নিউজিল্যান্ড। আলো স্বল্পতার জন্য আগেভাগেই শেষ হয়ে যায় খেলা। ওপেনার টম লাথাম শূন্য রানে ফিরেন। তবে আরেক ওপেনার জিত রাভাল ২৬ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ২৭ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের পতন হওয়া একমাত্র উইকেটটি নিয়েছেন হাসান আলী।