বাসস দেশ-২০ : চট্রগ্রাম শহর সুন্দর করতে সাংবাদিকদের দিক নির্দেশনামূলক লেখা আহবান

301

বাসস দেশ-২০
মোশাররফ- চট্টগ্রাম প্রেসক্লাব
চট্রগ্রাম শহর সুন্দর করতে সাংবাদিকদের দিক নির্দেশনামূলক লেখা আহবান
চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০১৮ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্রগ্রাম শহরকে সুন্দর করার ক্ষেত্রে সাংবাদিকদের দিক নির্দেশনামূলক লেখার আহবান জানিয়ে তিনি বলেছেন, ‘এতে করে রাজনীতিবিদদের কাজ করতে সুবিধা হয়।’ প্রাকৃতিকভাবে চট্টগ্রাম অনেক সুন্দর শহর। পাহাড়, সাগর, নদীর সমন্বয়ে এমন শহর পৃথিবীতে খুব কমই আছে বলে মন্তব্য করেন তিনি।
মোশাররফ হোসেন আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের চতুর্থ ও পঞ্চম তলার আধুনিকায়ন ও প্রাদেশিক পরিষদ সদস্য এস রহমান সংবাদ সম্মেলন কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
‘২২ কোটি টাকার জাম্বুরি পার্ক করে ২২ লাখ মানুষের উপকার করতে পেরেছি’ উল্লেখ করে তিনি বলেনÑ ‘মামলার কারণে জাতিসংঘ পার্ক করতে পারিনি। হালিশহরে একটি পার্ক করার পরিকল্পনা রয়েছে। ডিসি হিলকে জাম্বুরি পার্কের চেয়েও সুন্দর করে তোলা হবে। কর্ণফুলীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজও এগিয়ে চলেছে।’
মন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে সবচেয়ে বড় কাজটি হচ্ছে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল। ইতোমধ্যে এটি দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে।’
তিনি বলেন, ‘চট্টগ্রাম প্রেসক্লাবের কিছু ভালো কাজের মধ্যে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত। সাংবাদিকদের সহযোগিতা আমরা সব সময় পেয়েছি। সাংবাদিকরা পেছনে ছিলেন বলেই চট্টগ্রামে আন্দোলন সংগ্রাম করে সফল হয়েছি। সাংবাদিকরা আমাদের শক্তি, পুরো জাতির শক্তি।’
সাংবাদিকদের আবাসন প্রসঙ্গে তিনি বলেন, ‘ন্যাশনাল হাউজিং অথরিটির মাধ্যমে এ সংকট নিরসন সম্ভব। সরকার অত্যন্ত আন্তরিক। সাংবাদিকের আবাসন সংকট দূর করতে বিশেষ উদ্যোগ নেয়া হবে।’
প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেনÑ চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ।
মন্ত্রী প্রেসক্লাবের নবনির্মিত এস রহমান সংবাদ সম্মেলন কক্ষ, ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় সাজানো ক্লাবের লাইব্রেরি, খেলাধুলার কক্ষ, টিভিরুম, ক্যান্টিনসহ সবকিছু ঘুরে দেখেন।
বাসস/ডিবি/কেসি/১৯১০/অমি